রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে মাত্র দুই মাস ১০ দিন ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। বিশেষ করে শীত উপেক্ষা করে ঘুরে ঘুরে রাতে জেলার বিভিন্ন স্থানে গিয়ে কম্বল বিতরণ করেছেন তিনি। তার নতুন কর্মস্থল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রোববার রাজবাড়ী ছেড়ছেন।
যাবার আগে তিনি রাজবাড়ীবাসীর জন্য শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায় আজ আমার শেষ কর্মদিবস। কর্মকালীন সময়ে জেলাবাসীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের এ সহযোগিতা আমাকে পরবর্তী কর্মস্থলে দেশের জন্য আরও নিবিড়ভাবে কাজ করার প্রেরণা যোগাবে।