জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু, সহসভাপতি বাবু রতন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম মন্টু, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও রাজবাড়ী পৌর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান চাঁদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. সোলায়মান, সদস্য সচিব সিদ্দিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান প্রমুখ। জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয়পার্টি রাজবাড়ী পৌরসভার সহ সভাপতি সার্জেন্ট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে সামনের নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টি রাজবাড়ীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে।