যথাযোগ্য মর্যাদায় শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবি দিয়ানত আলীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী খালাসি, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।