রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের মাঝে ক্ষতিপূরন হিসাবে লাল তীর ২০ জাতের ১ কেজি করে বীজ বিতরণ করা হয়। আজ রবিবার বিকাল ৪ টায় এ বীজ বিতরন করা হয়েছে। প্রথম ধাপে ৩ শত কৃষকের মাঝে বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে বাকী চাষীদের বীজ বিতরণ করা হবে। উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, চাষীদের ক্ষতির কথায় মাথায় রেখে যাতে ক্ষতি কাটিয়ে কৃষক ঘুরে দাঁড়ায় সে জন্য কৃষকদের আবার নতুন করে বীজ দেওয়া হয়েছে।