রাজবাড়ীর কালুখালীতে জমি সংক্রান্ত বিরোধে ৩ জন আহত হয়েছে। রবিবার সকালে কালুখালীর মহিমশাহী চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ইবরাহীম মোল্লা (২৫), রাকিব মোল্লা (২৬) ও ফারুক মোল্লা (৩৪)। এরা সকলেই কালুখালীর মদাপুর ইউনিয়ন এর সূর্যদিয়া গ্রামের বাসিন্দা। আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের ভাই রাশেদুল মোল্লা জানান, সকালে প্রতিপক্ষরা তাদের জমিতে ওয়াল বাউন্ডারী দিতে যায়। এ কাজে বাঁধা দেওয়ার কারনে তারা কুপিয়ে ও পিটিয়ে ইবরাহীম মোল্লা, রাকিব মোল্লা ও ফারুক মোল্লাকে আহত করে।
এব্যাপারে রাশেদুল মোল্লা কালুখালী খানায় একটি অভিযোগ দায়ের করেছেন।