রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পৌর ৩নং ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অ্যড. মো. আসলাম মিয়া।
পৌর বিএনপি ৩নং ওয়ার্ডের সভাপতি সোবাহান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সহ-সভাপতি মো. আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, পৌর বিএনপি’র সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. শাহিন মোল্লাসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।