রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলার বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের জন্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লার হাতে দুটি ফুটবল ও একটি ব্যাটসেট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। একই সময়ে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য চারটি ব্যাট বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আন্তরিকতা অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত পরিদর্শন, পরামর্শ এবং মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার মান উন্নত করার এই প্রচেষ্টা অবশ্যই সফল হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ফুটবল, ভলিবল এবং ক্রিকেট সেট দেওয়া হয়েছে। এতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে এবং খারাপ পথ থেকে দূরে থাকবে। জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক।