রাজবাড়ী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর রেজাউর রহমান পিপিএম পিএসসি, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমীন ফাতেমা প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছি। রাজবাড়ীতে কোনো চাঁদাবাজি হবেনা। সরকারের ভাবমূর্তি ক্ষুণ হয় এমন কোনো কাজ করা যাবেনা। সরকারের যেসব স্বার্থ আছে তা সংরক্ষণ করব। আমাদের সবার দায়িত্ব সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সমাজের মধ্যে যেসব কালিমাগুলো আছে তা দূর করতে হবে। আমাদের সহযোগিতা করুন। আমরা একটি সুন্দর রাজবাড়ী গড়তে চাই।
সভায় রাজবাড়ী জেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।