২৪ মে ২০২২ ইং তারিখ সকাল ১০টায় হতে Plan International Bangladesh এর সহযোগিতায় দৌলতদিয়া এনসিটিএফ কার্যকরি পরিষদের নির্বাচন বাস্তবায়ন করে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। শিশুদের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ফকীর জাহিদুল ইসলাম, সহকারি নির্বাহী পরিচালক, কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। রিটার্নীং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন রুমা খাতুন, কো-অর্ডিনেটর, প্রদীপ প্রকল্প। দুই জন পুলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সুলতান মাহমুদ এবং রবিউল হাসান, শিক্ষক, প্রদীপ প্রকল্প। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শামিম আহমেদ ও মনির ইসলাম, সহ-সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, শাহিন ও মেহেরুননেছা, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সেতু আক্তার ও বর্ষা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, আলো ও সাব্বির হোসেন, চাইল পার্লামেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারজানা আক্তার ও জুলেখা আক্তার, শিশু গবেষক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিকা আক্তার ও মিতু আক্তার, শিশু সাংবাদিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সম্পা আক্তার ও নদী আক্তার। এনসিটিএফ গাইডলাইন অনুস্মরণ করে নির্বাচনটি পরিচালনা করা হয়। নির্বাচন পেয়ে শিশুরা খুশি। ফলাফল : যারা জয়যুক্ত হয়েছেন তাদের নাম নিচে দেওয়া হলো- সভাপতি: মনির ইসলাম, সহ-সভাপতি: শাহিন, সাধারণ সম্পাদক: সেতু আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক: সাব্বির হোসেন, চাইল্ড পার্লামেন্ট সদস্য: জুলেখা আক্তার, শিশু গবেষক: মনিকা আক্তার, শিশু সাংবাদিক: সম্পা আক্তার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয় যুক্ত হয়েছেন তারা হলেন- সাংগঠনিক সম্পাদক-দীঘি আক্তার, চাইল্ড পার্লামেন্ট ছেলে-বিজয় খান, শিশু গবেষক-আশিক ফকীর, শিশু সাংবাদিক ছেলে-অনিক হোসেন। নির্বাচন শেষে সকল কে এনসিটিএফ গাইড লাইন অনুস্মরণ করে কাজ করার আহবান জানিয়ে প্রকল্প কর্মকর্তা, পথিক পাল কার্যক্রম শেষ করার ঘোষনা দেন।