রাজবাড়ী সদরসহ বিভিন্ন স্থানে সোমবার জামাতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানান, ২৮ অক্টোবর ২০০৬ শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা কার্যালয়ে রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার সভাপতি ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন, সহকারী সেক্রেটারি মো. কবির উদ্দিন, অর্থ সম্পাদক মো. রুবেল বিশ্বাস, সদস্য রাজু আহমেদ প্রমুখ। এসময় জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ কুমার দাস জানান, ২০০৬ সালে ২৮শে অক্টোবর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও গণ-সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা। বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হাই জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অ্যড.মো. আবদুর রাজ্জাক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যড. মো. নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার মনির আজম মুন্নু, নবাবপুরের সভাপতি মো. মিরাজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নায়েবি আমির মো. কামাল উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।
কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠা হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশ কিছু নেতাকর্মী শাহাদত বরন করেন। দিনটি স্মরণে কালুখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা। কালুখালীর হাসপাতাল গেট এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মাওলানা মো. রায়হান কবির কুতুব। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. রব, হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমূখ বক্তব্য রাখেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।