রাজবাড়ী সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১ নম্বর রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে সেবা প্রদান করেন চিকিৎসক গোলাম রসুল বাবলু, মো. রহিম উল্লাহ লিটন, খন্দকার মারুফ ও গোলাম মওলা। পথচারীকে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল বলেন, সংগঠনের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সদর ও পৌর যুবদলের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে এই চিকিৎসা ক্যাম্প করা হয়। এখানে বিভিন্ন অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।
এসময় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, এম এম কাওসার মাহমুদ, সোহেল মন্ডল, পৌর যুবদলের সভাপতি, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।