গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রেলওয়ে স্টেশনের আশেপাশে অবৈধ জমি দখল করে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে হামলার শিকার হন রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় মামলা হয়েছে।
আসামীরা হলেন ইয়াছিন বাবু , বিপ্লব মীর (২৫), জিয়াউর রহমান (৩৯), মামুনুর রশিদ জিল্লু, তুষার শেখ (২৬) ও সুজন শেখ। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০ ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুপুর দেড়টার টার দিকে বোয়ালমারী স্টেশন এলাকার উত্তর রেলগেট সংলগ্ন লাইনের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ চলমান অবস্থায় আসামিরা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।
রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ওপরে হামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি গোলাম রব্বানী এই প্রতিবেদককে বলেন, আসামীদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।