ভিনগ্রহের মানুষ
শাহজালাল সুজন
আমি কি বাংলাদেশ গ্রহের প্রাণী
নাকি ভিনগ্রহের মানুষ
হোলি খেলার উৎসব চলে অবাধে
এটা কি দেশ নাকি নরক?
সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কত জীবের বাস
তবুও নেই মানচিত্র নিয়ে দ্বন্দ্ব,
এই দেশে দানবের মত রাক্ষুসদের
চোয়ালে বত্রিশ দাঁতে হয় পিষ্ট।
এলিয়েন আমি তৃষ্ণার্ত চোখে ক্ষুধার্ত
পাকস্থলী রন্ধ্রে রন্ধ্রে ক্ষুধা,
আঁধারেও বিবেক জেগেছে বোধের প্রীতি
অন্ন গলদ উদগীরণে মৃত্যু সুধা।