রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে জনবল সংকটে চরমভাবে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে দৌলতদিয়াবাসী।
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চারজন কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে কর্মকর্তা রয়েছে মাত্র দুজন। দুজন কর্মকর্তা দিয়ে কচ্ছপ গতিতে চলছে ভূমি কার্যালয়ের ভূমি সেবার কাজ। যেখানে থাকার কথা রয়েছে একজন ভূমি সহকারি, একজন ভূমি উপ-সহকারি আর দুজন অফিস সহকারি মোট চার জন। কিন্তু একজন উপ-সহকারি কর্মকর্তা, একজন অফিস সহকারি নিয়ে নিজেই দুটি পদে দায়িত্ব পালন করছেন। যার ফলে ভূমি সেবা পেতে আসা সুবিধাভোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভূমিসেবা পেতে আসা চরাঞ্চলের কয়েকজন সেবাগ্রহিতা বলেন, দৌলতদিয়া ভুমি অফিসে জনবল কম থাকায় ভূমির কাগজপত্র ঠিকঠাক করতে ও ভূমির খাজনা দিতে এসে সারাদিন বসে থাকার পরেও কাজ শেষ না করেই ফেরত যেতে হচ্ছে। এতে করে অর্থ ও সময় দুটোই ব্যয় হচ্ছে আমাদের। দীর্ঘদিন ধরে জনবলের কারণে আমরা ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। মাঝেমধ্যেই কাজ না করেই চলে যেতে হচ্ছে।
ভূমিসেবা নিতে আসা কৃষক ইউনুস, মিলন, সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে এই অফিসে জনবল না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে ভূমি সেবা। আমরা আমাদের মাঠের কাজ ফেলে জমির কাগজপত্র ঠিক করার জন্য আসি অফিসে। কিন্তু সারাদিন অফিসে বসে থেকে ফেরত যেতে হয়। জমি-জমার সামান্য সমস্যা সমাধানের জন্য ঘুরতে হয় দিনের পর দিন। তারা আরও বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসটিতে যদি পরিপূর্ণ জনবল থাকে তাহলে আমাদের সেবা পেতে সমস্যা হবে না।
দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা সুমন গাঙ্গুলী জানান, আমি উপ-সহকারী কর্মকর্তা হলেও আমাকে একাধারে ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি একই পদে দীর্ঘ ১৫ বছর চাকরিরত অবস্থায় আছি। এ কারণে আমার কোনো পদোন্নতিও হচ্ছে না। আমরা এখানে সেবা দিতে এসেছি। এখানে চারটি পোস্ট রয়েছে। দুজন কর্মরত আছি। দুজনের পক্ষে এতগুলো জনবলের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চারজনের কাজ যখন দুজনে করছি সেবার মানের পাশাপাশি কষ্টের ব্যাপারও হয়ে যায়।