রাজবাড়ীর গোয়ালন্দে শাহিন শেখ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রবাসীর বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া গ্রামে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রতœা পারভীন দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নাঈম শেখ ও প্রবাসী শাহিন শেখের বাড়ি পাশাপাশি। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। শাহিন বিদেশ চলে যাওয়ার পর হতে নাইম মাঝেমধ্যেই বিভিন্নভাবে শাহিনের পরিবারের উপর অন্যায় অত্যাচার করতে থাকে। এর জের ধরে বিবাদীদ্বয় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে অজ্ঞাত আরও ৪/৫ জনকে সাথে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শাহিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলায় নিষেধ করলে হামলাকারীরা শাহিনের বৃদ্ধ মা মাজেদা বেগম(৭০) কে বেধড়ক মারপিট করে জখম করে। হামলাকালে দুষ্কৃতিকারীরা রাম দা দিয়ে শাহিনের টিনের ঘরের বেড়া কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয়। এ সময় বাড়িতে থাকা শাহিনের মা ও স্ত্রীর আর্ত চিৎকারে আশেপাশের লোকজন আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
প্রবাসী শাহিনের ভুক্তভোগী স্ত্রী রত্না পারভীন বলেন, বাড়িঘর ভাঙচুর করার পরেও এখনো তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা হামলার ন্যায় বিচার সহ আমাদের জীবনের নিরাপত্তা চাই।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তীতে ব্যাবস্থা গ্রহণ করা হবে।