গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডে নগর রায়ের পাড়া এলাকায় টিকাদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলার প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম সারোয়ার খান জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। এ কার্যক্রমে ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’ এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। তিনি আরো জানান, উপজেলার চার ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ডভিত্তিক ক্যাম্পিং-এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে। এসময় তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন ভেটেরিনারি মাঠ সহকারি(ভিএফএ) মোহাম্মদ জুয়েল রানা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, প্রাণী স্বাস্থ্য, এ আই টেকনিশিয়ান ইকবাল হাসান দোলন, এলএসপি অসীম, এ আই টেকনিশিয়ান আসলাম, এলএফ এ আসিয়া খাতুন, সি ই এ জেরিন প্রমুখ।