গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাটে এক হকারে লাথিতে আর এক হকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত হকার কেসমত শেখ(৪৬) দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তাহের কাজীর পাড়া গ্রামের মৃত ভাসান শেখের ছেলে। নিহতের পরিবারে স্ত্রী, লতা ও কথা নামে দুইটি মেয়ে রয়েছে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ৪ নং ফেরিঘাটে হকার কেসমত শেখ ও হকার জীবন ফকির মধ্যে তর্কাতর্কি হয়। এক এক পর্যায়ে জীবন হকার কেসমত হকারের তলপেট ও পুরুষাঙ্গ লক্ষ্য করে লাথি মারলে সেসময় কেসমত শেখ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় অবস্থা আরোও খারাপ হলে তাকে ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে রেফার করা হয়। নিহতের স্বজনরা জানান, কেসমত পরিবারের একমাত্র উপার্জক্ষম লোক। তার মৃত্যুতে পরিবারটি অসহায়ত্ত্বের মধ্যে পড়ে গেলো।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গত ১৭ সেপ্টেম্বর ফেরিঘাটে দুই হকারের মারামারির ঘটনায় কেসমত নামের হকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে মারা যান। তার লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় জীবন ফকিরকে আসামী করে মামলা করা হয়েছে।