রাজবাড়ীর গোয়ালন্দে দেনার দায়ে জর্জরিত এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. ইউনুস খান (৬৫)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। শুক্রবার ভোরে নিজ বাড়ির অদূরে ফাঁকা মাঠের মাঝে একটি আম গাছে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
সাবেক ইউপি সদস্য মো. সেলিম খান জানান, ইউনুস খান পেশায় একজন কৃষক ছিলেন। কৃষি কাজের উপর তার পরিবার নির্ভরশীল। বিগত কয়েক বছর ধরে কৃষি কাজে একের পর এক লোকসান হতে থাকে। এতে করে তিনি অনেক দায়-দেনা হয়ে যান। দেনা মেটাতে তিনি ৫টি এনজিও হতে কয়েক লক্ষ টাকা লোন নেন। কিন্তু কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেন না। এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও দোকানপাটে অনেক দেনা ছিলেন। সব কিছু মিলে তিনি সবসময় মানসিক চাপে থাকতেন।
দুই বছর আগে আত্মীয়-স্বজনদের সহায়তায় একমাত্র ছেলে মানিককে দুবাই পাঠালেও অসুস্থ হয়ে সে দেশে ফিরে আসে। তার কোমড়ের হাড় ক্ষয়ে যাওয়ার কারণে অপারেশন হয়ে বর্তমানে তিনি অনেকটাই ঘরবন্দী। তার বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে কলেজে পড়ে। তার খরচাপাতিও মেটাতে পারছিলেন না। সবকিছু মিলে প্রচন্ড মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তিনি নিজ দায়িত্বে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। দেনার দায়ে দিশেহারা হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার লোকজন জানিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।