খাগড়াছড়ি, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর, দোকান লুট, হত্যার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন, রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, জেলা দলীত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি অরুণ কুমার সরকার, জেলা আদিবাসী ফোরামের সভাপতি আর কে সরকার, সহ-সভাপতি অশোক রায়, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সদর উপজেলা কমিটির সভাপতি তাপস সরকার, জেলা কমিটির সদস্য অর্চনা রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে আদিবাসী নিয়ে সমস্যা দীর্ঘ দিনের। বিভিন্ন ভাবে আদিবাসীদের হয়রানি করা হয়। বিভিন্ন সময়ে তাদেরকে উচ্ছেদ করা হয়। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেঁচে থাকার যে কোন ক্ষেত্রে তারা অবহেলিত। দেশের এই ক্রান্তিলগ্নে আদিবাসীদের উপর সহযোগিতার হাত না বাড়িয়ে, এদেশের চাঁদাবাজ, দখলদাররা তাদের উপর হামলা চালাচ্ছে। বাড়িঘর জালিয়ে দিচ্ছে। তাদেরও অধিকার আছে নিজেদের শিক্ষা সংস্কৃতি নিয়ে জীবন যাপন করার। আজ তাদের বসবাস হুমকির মুখে পড়েছে। অবিলম্বে আদিবাসীদের উপর সকল প্রকার হামলা বন্ধ করতে হবে এবং হামলার সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে।