রাজবাড়ী বিআরটিএ অফিসে দুদকের অভিযানে চার দালাল’কে জিজ্ঞাসাবাদ করে অনিয়ম ও আর্থিক দুর্নীতির সত্যতা পাওয়ায় চারজনকে সদর থানায় হস্তান্তর করা হয়। গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিপুর অঞ্চলের দু’দক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় অফিসে দালালদের উপস্থিতি ও তাদের কাছে আর্থিক অনিয়ম পাওয়া যায়। তারা বিভিন্ন সেবা গ্রহিতাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে সেবা দিয়ে আসছিলো। আমাদের টিমের সদস্যরা সেবা গ্রহিতা সেজে তাদের কাছ থেকে অনিয়ম পেয়ে চারজনকে আটক করে। পরে জিঞ্জাসাবাদে সত্যতা পাওয়া যায়। এসময় তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। আইনী ব্যবস্থা নিতে বিআরটিএকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।