রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

চুরির মালামাল নিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে রিক্সা-অটোরিক্সা চোর সিন্ডিকেটের চুরি করা মালামাল হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়ায় বেলায়েত ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। হরিলুটে বাধা দেয়ায় সোহাগ মন্ডল(৩০) নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভুক্তভোগী সোহাগ মন্ডল শনিবার গোয়ালন্দ ঘাট থানায় ৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নামে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বেলায়েত ফকির নামের এক অটোরিকশা চোর জনতার হাতে আটক হয়। তার বাড়িতে বিপুল পরিমাণ রিক্সা-ভ্যানের যন্ত্রাংশ পাওয়া যায়। খবর শুনে আরো অনেকের মতো আমিও ওই বাড়িতে যাই। এ সময় জাহাঙ্গীর মন্ডল আমাকে বাড়ির মধ্যে যেতে বাধা দেয়। তখন আমার পিতা আমাকে সেখান থেকে সরিয়ে আনেন। পরে দেখি জাহাঙ্গীর মন্ডল রিক্সা যোগে ওই বাড়ি হতে মালামাল নিয়ে যাচ্ছে। এ সময় আমি তাকে বাধা দেই।

ওইদিন রাত ১০ টায় আমি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঔষধ কিনে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে ৩ টি মোটরসাইকেলে ৬/৭ জন এসে আমার উপর হামলা করে। তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলেও তা রিক্সায় লাগে। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে মোটরসাইযোগে চলে যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com