পথে পথে ও বাজার-ঘাটে ঘুরে ঘুরে অনুদান সংগ্রহের মতো ঘটনা অনেক ক্ষেত্রেই দেখা যায়। তবে এবার রাজবাড়ীতে দেখা গেছে এক অভিনব মাধ্যমে অনুদান সংগ্রহের দৃশ্য। রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কে বাজার-ঘাটে ঘুরে পথে পথে গান গেয়ে বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করা হয়েছে।
শনিবার জেলা উদীচী’র উদ্যোগে রাজবাড়ীর প্রেক্ষাপটে এ বিচিত্র মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে, একটি ভ্যানে মাইক সেট, হারমোনিয়াম, তবলাসহ তিন-চার প্রকার প্রকার বাদ্যযন্ত্র, পাশাপাশি ছিল চার-পাঁচটা অনুদান সংগ্রহের বাক্স।
এতে জেলা উদীচী’র সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, শামসুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমা কর্মকার, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু, সদস্য আব্দুল আওয়াল, শিল্পী কানিজ ফাতেমা বেবীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উদীচী’র সদস্য ও শিল্পীরা ভ্যানের সাথে হেটে হেটে এবং বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করেছেন। বিকেলে শহরের ১ নম্বর রেলগেটে গান গাইতে দেখা গেছে শিল্পী আব্দুল জব্বার, ইকবাল হোসেন, সুমা কর্মকার, কানিজ ফাতেমা বেবী এবং শামসুল আলমকে । যারা দিনব্যাপী পালাক্রমে গান করে চলমান বন্যাকবলিত মানুষের জন্য অনুদান সংগ্রহ করছেন।