২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজবাড়ীর পাঁচটি থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত রিপোর্ট সাত দিনের মধ্যে দেওয়ার দাবি জানানো হয়েছে রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা বার এর আইনজীবী নেকবার হোসেন মনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের সাথে সাক্ষাৎ করে তারা এ দাবি জানান।
পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টির নিষ্পত্তির আশ্বাস দেন।
অ্যড. নেকবার হোসেন মনি জানান, আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক গায়েবি মামলা, মিথ্যা মামলা দায়ের হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো তিনি পরিচালনা করেন। এজন্য তাকেও মামলার আসামি করা হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজবাড়ীর পাঁচটি থানায় এমন ১৩টি হয়রানীমূলক মিথ্যা মামলা রয়েছে। এসব মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ইতিপূর্বে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা হয়নি। একারণে হয়রানীমূলক এসব মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের নিয়ে তিনি পুলিশ সুপারের সাথে দেখা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।