রাজবাড়ী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম।
সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের জানমাল, সরকারি সম্পত্তি রক্ষা সহ সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক উদ্ধার, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার রোধ, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে জেলা পুলিশ রাজবাড়ীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইফতেখারুজ্জামানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন ।