ফেনী, লক্ষীপুর, নোয়াখালীসহ বন্যার্ত এলাকায় মানুষের সাহায্যের জন্য ২০ হাজার টাকা অর্থ সাহায্য দিয়েছে বর্ষবরণ উদযাপন পরিষদ রাজবাড়ী। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে এ অর্থ তুলে দেন। এসময় বর্ষবরণ উদযাপন পর্ষদের আহ্বায়ক জ্যোতিশংকর ঝন্টু, সদস্য সচিব ফকির শাহাদত হোসেন, মুনীরুল হক মুনীর, কমলকান্তি সরকার, অরুণ কান্তি সরকার, আব্দুস সাত্তার কালু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাস্তায় গান গেয়ে অর্থ উত্তোলন করে রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের সদস্যরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে গিয়ে তারা এ সাহায্য উত্তোলন করেন। এসময় সংগঠনের কর্মী সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, সামসুল ইসলাম, সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান, বন্যায় মানুষ খুব কষ্টে আছে। একজন বিবেকবান মানুষ হিসেবে তাদের জন্য কিছু করা দরকার বলে মনে করি। যেহেতু একার পক্ষে কিছু করা সম্ভব নয়। একারণে তারা গান গেয়ে মানুষের কাছে সাহায্য চাইছেন।
বর্ষবরণ উদযাপন পর্ষদ রাজবাড়ীতে প্রতি বছর বর্ষবরণ উৎসবের আয়োজন করে থাকে।