২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ তিন দিনব্যাপি প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সংস্থার স্থায়িত্বকরণ ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সংস্থার ৪৫ জন স্টাফ অংশ গ্রহণ করে। কর্মশালার উদ্বোধন করেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
প্রশিক্ষক ছিলেন কেকেএস এর আইন বিষয়ক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কেকেএস এর সেফগার্ডিং ফোকাল পারসন মো. শাহাদৎ হোসেন, কেকেএস ওয়াইমুভস প্রকল্প কর্মকর্তা পথিক পাল এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর মঞ্জুরুল আলম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্প ও ঋণ কার্যাক্রমের কর্মকর্তাবৃন্দ।
সংস্থার স্টাফদের শিশু সুরক্ষা বিষয়ে ব্যাপক ধারণা এবং দক্ষতা বৃদ্ধিতে ও সংস্থার বিভিন্ন পর্যায়ে স্থায়িত্ব বৃদ্ধিতে এই ওয়ার্কসপের আয়োজন করা হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য গত পাঁচ বছর কেকেএস সংস্থা কে সহযোগিতা করে আসছে।
কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, গত পাঁচ বছরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কেকেএস অনেক দূর এগিয়েছে বিশেষ করে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় স্ট্র্যাটেজিক প্লান, চাইল্ড এ্যান্ড ইউথ সেফগার্ডিং পলিসি, এন্টি হ্যারেজমেন্ট পলিসি, এন্টি ফ্রড পলিসি তৈরি সহ ২০২৪ সালে সাস্টেইনেবিলিটি এবং শিশু সুরক্ষা সম্পর্কে বিশেষ ওয়ার্কশপ করা হয়।