রাজবাড়ীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যড. এম এ খালেকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যড. এম এ খালেকের ছেলে রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহাবুব আলম দুলাল, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম, জেলা জাতীতাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা, আশরাফুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত হোসেন খোকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। এসময় বিএনপির ও দলের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি দল করতে হলে দলের নিয়ম ও গঠনতন্ত্র মেনে করতে হবে। যারা এ নিয়ম মানবে না, তারা বিএনপি হতে পারে না। বিএনপিতে যেন কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমাদের শক্তভাবে অবস্থান করতে হবে। এসময় নেতারা অ্যড. এম এ খালেক সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এম এ খালেকের হাত ধরেই রাজবাড়ীতে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল। তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।