উদাস বাউল
শাহজালাল সুজন
বাউল চলে মেঠো পথে
ক্ষেতের আইল ধরে,
একতারা টা হাতে নিয়ে
মা মাটির গান স্বরে।
কখনো বা নদীর বাঁকে
তাল মিলিয়ে চলে,
দুঃখ ব্যথা ছন্দ গানে
সুরে সুরে বলে।
উদাসী ভাব চালচলনে
দেখতে ছন্নছাড়া,
শুদ্ধ মানুষ মন মন্দিরে
বাউল গানের ধারা।
আউলা কেশে দেশান্তরী
নেয় তো ভবের মায়া,
প্রকৃতি আর মানুষ মাঝে
খুঁজে আসল কায়া।
গানের সুরে ফুটে ওঠে
দেশ মাতৃকার বুলি,
উদাস বাউল ঘুরে বেড়ায়
কাঁধে নিয়ে ঝুলি।
বাউল চলে মেঠো পথে
ক্ষেতের আইল ধরে,
একতারা টা হাতে নিয়ে
মা মাটির গান স্বরে।
কখনো বা নদীর বাঁকে
তাল মিলিয়ে চলে,
দুঃখ ব্যথা ছন্দ গানে
সুরে সুরে বলে।
উদাসী ভাব চালচলনে
দেখতে ছন্নছাড়া,
শুদ্ধ মানুষ মন মন্দিরে
বাউল গানের ধারা।
আউলা কেশে দেশান্তরী
নেয় তো ভবের মায়া,
প্রকৃতি আর মানুষ মাঝে
খুঁজে আসল কায়া।
গানের সুরে ফুটে ওঠে
দেশ মাতৃকার বুলি,
উদাস বাউল ঘুরে বেড়ায়
কাঁধে নিয়ে ঝুলি।