দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যম কর্মীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, কালের কণ্ঠ রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান। এসময় দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দেশ রূপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিমসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংবাদ মাধ্যম সবসময় সততা ও নিষ্ঠার সাথে সংবাদ প্রকাশ করে থাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হয়, তখন থেকেই মিডিয়া ও পত্রিকার মাধ্যমে দেশের মানুষের কাছে তা তুলে ধরা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা তাদের সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেছে। এই আন্দোলনে কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। কিন্তু তারপরও দেখা গেছে ৫ আগস্ট সরকার পতনের পরপরই কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাঙচুর করা হলো। সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করা হয়েছে। সেখানে কালের কণ্ঠ, নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ ২৪, ডেইলি সান, ও ক্যাপিটাল রেডিওর অফিসে হামলা করে ভাঙচুর করা হয়েছে। এটা মোটেও ভালো কিছুর লক্ষণ না। এসময় অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে।