১৪ দফা দাবিতে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। গত বৃহস্পতিবার এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, প্র্যাকটিক্যাল ক্লাস, নিয়মিত পাঠদানের সুবিধা ইত্যাদি দাবি করা হয়েছে ।
অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবিনামা গ্রহণ করেন। তিনি তাদের এ যোক্তিক দাবি অফিসিয়ালভাবে গ্রহন করে দাবি পাশ করে নেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিনিধিত্ব করেন মেহেদী কনক, সায়েম হাসান, সাঈদ খান, রিফাত ইসলাম, ইভা আক্তার। শিক্ষার্থীরা আশা করে এসকল দাবি দাওয়া বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি পাবে।