বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার সকাল আটটায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়ার (৮০) নিজ বাড়িতে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার রবিউল আলম উপস্থিত ছিলেন। তার অসিয়ত মোতাবেক তার বড় ছেলে এটিএন নিউজ এর ষ্টাফ নাসির উদ্দিন আহমেদ জানাযা নামায ইমামতি করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা জনস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে এটিএন নিউজ এর ষ্টাফ নাসির উদ্দিন আহমেদ, দ্বিতীয় পুত্র আমান গ্রুপের এজিএম শামসুদ্দিন আহমেদ, তৃতীয় পুত্র বিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিউদ্দিন আহমেদ বিপুল, চতুর্থ পুত্র এসিআই ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এক্সিকিউটিভ সাইফুদ্দিন আহমেদ। তিনি যুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে চাকুরী শেখ অবসর গ্রহণ করেন।