রাজবাড়ীতে শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। বুধবার বিকেলে রাজবাড়ী শহরের পান্নাচত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে রেলগেইট শহীদ স্মৃতি ফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি গাজী আহসান হাবীব, সদর উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ। এছাড়া মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে একবার দেশ স্বাধীন হয়েছিল। আর এবার ২০২৪ সালে আবার দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পেছনে কোন পরা শক্তির হাত ছিল না। এদেশের ছাত্রজনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। তিনি এদেশে যে গণহত্যা চালিয়েছেন তার বিচার করতে হবে। বর্তমান যে সরকার রয়েছে ।
তাদের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
মিছিলে নেতাকর্মীদের হাতে লাঠির সাথে জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায়।