রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় গৃহকর্তা আলম দেওয়ান (৬০) ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করেছে। সোমবার ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহত আলম দেওয়ান ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়েছে।
ওই দম্পতির সন্তান সোহান দেওয়ান বলেন, তার বাবা কাঠের ব্যবসা করেন। রাত ১২ টার দিকে খাবার খেয়ে তাঁরা পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩ টার দিকে মা বাবার চিৎকারে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন। পরে মা বাবার কক্ষে এসে দেখেন, মা বাবা দুজনই রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। সোহান দেওয়ান আরো বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতেরা রাত ১ টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার মা বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ ছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে ডাকাতেরা। তিনি আরো বলেন, ডাকাতরা সংখ্যায় ৪ থেকে ৫ জন ছিল। তারা আমার বাবার মাথায় কুপিয়ে জখম করা সহ মারধর করেছে। এ ছাড়া মায়ের পা কুপিয়ে জখম করেছে।
প্রতিবেশী কোরবান বলেন, এ ঘটনায় এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে। এর আগে আমাদের এলাকায় কখনো ডাকাতি হয় নাই। গত রাতে ডাকাতি হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো তারা যেনো সজাগ থাকে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসামীদের গ্রেফতার করে এবং আমরা যেনো আগের মতো নিরাপদে রাতে ঘুমাতে পারি সে বিষয়ে যেনো খেয়াল রাখে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখারুল আলম প্রধান জানান, বসন্তপুরে ডাকাতির ঘটনা সম্পর্কে সোমবার রাতে লিখিত এজাহার পেয়েছি। এ বিষয়ে আমাদের