সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও শান্তি সম্প্রীতি রক্ষায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে রোববার বিকেল ৪টায় রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সদর উপজেলা বিএনপির সভাপতি দুলাল চৌধুরী, সাবেক সভাপতি আবুল হোসেন গাজী, খানখানাপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৪টি বছর তারা শান্তিতে কোনো সমাবেশ মিছিল করতে পারেন নাই। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জুলুম অত্যাচার হামলা মামলার শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার। কেউ যেন কারও উপর অন্যায় না করে। কারো বাড়ি-ঘরে যেন হামলা না হয়। সবাই যেন শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারে এখন আমাদের সকলের সেই চেষ্টা করতে হবে। আমরা সকলেই শৃঙ্খলিত ছিলাম। সেই শৃঙ্খল ভেঙে ফেলেছে ছাত্র-জনতা।
সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।