চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক আবু কায়সার খান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সময় তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের বিষয় তুলে ধরেন। নির্যাতনকারীদের বিচার দাবিসহ ১৫ দফা দাবি পেশ করেন তারা। সেই সাথে বর্তমানে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নামে লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের সুনাম নষ্ট করা হচ্ছে। দ্রুত এগুলো বন্ধ করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হব। সেই সাথে সকলের শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ প্রশাসনের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।