রাজবাড়ীতে চলমান পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ছাত্রদের প্রাণঘাতী আন্দোলন ও সংগ্রামের প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। সারা দেশ আজ স্থবির। রাজবাড়ীতে যাতে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে সেজন্য প্রশাসনের সাথে আলোচনা করতে আজ এখানে এসেছিলাম। বিগত সরকার আইনের সর্বোচ্চ অপব্যবহার করে আমাদের দলীয় নেতাদের নামে মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। আমরা দাবি জানিয়েছি উদ্দেশ্য প্রনোদিত ভাবে যে সকল মামলায় নেতাকর্মীদের জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সকল ধর্মীয় নেতাদের ডেকে এদেশের সংখ্যালঘু পরিবারের উপর যেন কোন প্রকার আঘাত না আনা হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে তাদের ব্যবস্যা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এজন্য আমরা সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা প্রশাসনের কাজকর্ম দ্রুতই শুরু করবেন।
এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এম এ মজিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।