বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

জেলা আ’লীগের প্রয়াত দুই সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যডভোকেট ওয়াজেদ আলী চৌধুরীর ৩২ তম ও অ্যডভোকেট সৈয়দ রফিকুস সালেহীন এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।

আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, ওয়াজেদ আলী চৌধুরীর কন্যা ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com