তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ‘হার পাওয়ার’ প্রজেক্টের মাধ্যমে রাজবাড়ীতে ৭৫জন প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫জন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে ৭৫টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ল্যাপটপ বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ও ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড এর আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। তিনি বলেন, নারীরা কিভাবে দেশের উন্নয়নে মুখ্য ভুমিকায় যুক্ত করা যায় তারই ধারাবাহিকতা আজ এই ল্যাপটপ বিতরন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। তিনি বলেন, রাজবাড়ী আজ থেকে নতুন করে ৭৫জন নারী উদ্যোক্তা সৃস্টি হলো। আমরা সকলে মিলে আগামীতে চেষ্টা করবো যাতে রাজবাড়ীতে শতভাগ উদ্যোক্তা সৃস্টি হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান এই সকল উদ্যোগের জন্য। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম।