রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপত্বি কাজী কেরামত আলী বলেছেন, তোমাদের অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশোনার বিকল্প নেই। কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে শিক্ষা গ্রহন শেষে বেকার থাকতে না হয়।
শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চৌধুরী আবদুল হামিদ একাডেমী এবং বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চৌধুরী আবদুল হামিদ একাডেমি প্রধান শিক্ষক মো. রকিবুল ইসলাম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বেশি বেশি পড়াশোনা করবা, খেলাধুলা করবা। প্রত্যেকটি স্কুলের ছাত্র ছাত্রী দের শৃঙ্খলা শিখতে হবে। আর এই শৃঙ্খলা শেখাতে শিক্ষকদের আগে প্রশিক্ষন নিতে হবে। একটি দেশের উন্নয়ন নির্ভর করে দেশে শিক্ষিতের হারের উপর। তোমাদের অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশোনার বিকল্প আমি ভাবছি না।কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে শিক্ষা গ্রহন শেষে বেকার থাকতে না হয়।
অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ প্রনবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
অপরদিকে বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এ প্রতিযোগিতায় বিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বরাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে এবং বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।