রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে গ্রুপ-“গ” তে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা গ্রহণ করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় আবদানের স্বীকৃতি স্বরূপ ‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত হন তিনি।
এছাড়া পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ২০২৩ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে গ্রুপ- “গ” তে দ্বিতীয় স্থান অর্জন করায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার।
পুলিশ সপ্তাহ শেষে পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ীতে জেলা পুলিশ, সিআইডি, উপজেলা পরিষদ, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব, কমিউনিটি পুলিশিং ফোরাম, পুলিশ সুপার কার্যালয়ের সিভিল স্টাফসহ বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদক।
পুলিশ সুপার বলেন, এটা জেলা পুলিশ রাজবাড়ী এবং একই সাথে রাজবাড়ীর মানুষের অর্জন। এই পুরস্কার জেলা পুলিশকে রাজবাড়ীর মানুষের সেবক হিসাবে কাজ করার ব্যাপারে আরো উদ্যোগী করবে।