রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল সোমবার সদর উপজেলার লক্ষীনারায়ণপুর থেকে ৫৫ পিচ ইয়াবা ও ৭০ বোতল ফেনসিডিলসহসহ ২ জনকে গ্রেফতার করেছে। রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ মারুষ ওরফে জিসানকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মারুফ পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে মামলা হয়েছে। আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
অপরদিকে ৭০ বোতল ফেন্সিডিল সহ রবিন আলী (২৪) ও রানা হোসেন (৩৪) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রেজানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী খানখানাপুর এলাকার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ছোট ব্রীজ এলকায় অভিযান পরিচালনা করে। রবিন আলী (২৪) ও রানা হোসেন (৩৪) কে ৭০ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়।