রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, কবি সালাস তাসির প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
মেলায় সরকারি, বেসরকারি পর্যায়ের ২৮টি স্টল স্থাপন করা হয়েছে। তিন দিনব্যাপী লোক সাংস্কৃতিক উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে।