রাজবাড়ীতে বসতঘরে আগুনে পুড়ে রাবেয়া বেগম বরু (৭২) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার ভাই ইউনুস শেখ (৬০)। বুধবার ভোর ৪ টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাবেয়ার ঘর।
জানা গেছে, নিহত বৃদ্ধা রাবেয়া বেগম বরুর স্বামী নেই। ২০ বছর ধরে তিনি তার ছেলে মন্টু মিয়াকে নিয়ে ভাই ইউনুস শেখের বাড়িতে থাকেন। বর্তমানে রাবেয়া বেগম তার পাটকাঠি ও টিনের তৈরি ছাপড়া ঘরে একাই থাকতেন এবং তার ভাই ইউনুসই তার ভরণপোষণ করতেন।
বুধবার ভোরে হঠাৎ রাবেয়া বেগমের ঘরে আগুন লাগে এবং আগুনে পুড়ে তিনি ঘরের ভেতরেই মারা যান। এ সময় তার ভাই ইউনুস তাকে বাঁচাতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে দগ্ধ ইউনুসকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের অনেকাংশই পুড়ে গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় একজনের মরদেহ উদ্ধার ও আরেকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।