রাজবাড়ী সদর উপজেলা বানিবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বুধবার সকালে বার্থা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহাতাব হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বেশি বেশি পড়াশোনা করবে নিজেকে উন্নত করে গড়ে তোলার জন্য শিক্ষিত নম্র ভদ্র বিশিষ্ট ব্যাক্তিদের অনুসরন করতে হবে। আগামীতে দেশ পরিচালনায় তোমাদেরকেই ভূমিকা পালন করতে হবে। সকল ছাত্র-ছাত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য বই পড়তে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আমি প্রত্যেকটি স্কুলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আর আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে পরিপূর্ণ করছে। তিনি শিক্ষকদেরকে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যত শীল হওয়ার আহবান জানান। ভালোবাসা দিবসে আমি সবাইকে ভালোবাসা দিলাম আমার জন্যও দোয়া করবেন। আলোচনা শেষে গান পরিবেশন করেন এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।