বাণীবহ ইউনিয়নের লক্ষীনারায়ণপুরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী স্বপন সরকার। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে রাজবাড়ী-১ আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি পরাজিত হন। নির্বাচন পরবর্তী তার নিজস্ব কর্মী এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী কাজী কেরামত আলীকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমি আগামীতে নির্বাচন করলে সকলের সহযোগিতা কামনা করি। আমি এবার নির্বাচনের আশা করেছিলাম সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট আমি পাবো। কিন্তু কেন পেলাম না তা আমি জানি না। সাধারন মানুষ আমাকে ভোট দিক বা না দিক সকলকে স্বাধীন চিন্তা থেকে ভোট দেবার মানুসিকতা তৈরী করতে হবে। তিনি তার বক্তব্যে রাজবাড়ীতে সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সে বিষয়টি তুলে ধরেন। তিনি রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজের দাবি জানান। তিনি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার নানান অনিয়মের কথা তুলে ধরেন। একই সাথে রাজবাড়ীতে একটি অর্থনৈতিক অঞ্চল ঘোষনার দাবি জানান। সেই সাথে পেঁয়াজসহ বিভিন্ন রবিশস্য সংরক্ষণের ব্যবস্থার কথা উল্লেখ করেন। কর্মসংস্থানের বিষয়ে তিনি এমপি কে নজর দিতে বলেন। স্বপন সরকার দৌলতদিয়ায় একটি গার্মেন্টস শিল্পী প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।