রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার উজানচর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নিলু শেখের পাড়া’র মো. মোনছের শেখের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪০), দৌলতদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া’র মো. আলাউদ্দিন প্রামানিকের ছেলে মো. আতিয়ার রহমান (২৭) ও একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া’র মো. জালাল শেখের ছেলে মো. শামীম শেখ (২৫)।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোতালেব হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার উজানচর ইউনিয়নের নিলু শেখের পাড়া’র সবজির মোড় থেকে মো. শফিকুল ইসলাম ওরফে শফি ও মো. আতিয়ার রহমানকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে মো. শামীম শেখকে রাত ৯টার দিকে তার বসত বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মো. শামীম শেখ এর বিরুদ্ধে অস্ত্র, মাদক মামলা সহ মোট ৫টি ও মো. শরিফুল ইসলাম ওরফে শফি এর বিরুদ্ধে পূর্বে মাদক মামলা সহ মোট ৪টি মামলা আদালতে বিচারাধীন। আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।