নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১২টি বালু বোঝাই বাল্কহেড জব্দ করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় বাল্কহেডের ১২ জন চালককে আটক করা হয়। আটককৃত বাল্কহেডগুলো দৌলতদিয়া ১নম্বর ফেরিঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, কুষ্টিয়া কলাবাগান এলাকা থেকে ১২টি বালু বোঝাই করে বাল্কহেড পদ্মা নদী দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পদ্মা নদীর অন্তারমোড় এলাকা থেকে তাদেরকে আটক করি। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত বাল্কহেডগুলো হলো সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, ফি আমানিল্লাহ, ভূইয়া পরিবহন, মক্কা মদিনা ০২, আল্লাহ মহান এবং মাসুদ ২। আটককৃত চালকদের বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উচ্চ আদালতের (হাইকোর্ট) নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি রাজবাড়ী এবং কুষ্টিয়ার শিলাইদহ উপজেলার কলাবাগান এলাকা থেকে প্রভাবশালী চক্র বালু উত্তোলন ও পরিবহন করে চলেছে। উত্তোলিত বালু তারা রাজবাড়ী-গোয়ালন্দ নৌপথ ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে বাল্কহেডযোগে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।