গত ৪ জুন কালুখালী উপজেলায় শুরু হওয়ার কথা ছিল পল্লী উন্নয়ন দলের প্রশিক্ষণ। কিন্তু সময় মত তা হয়নি। ২০ জুলাই বৃহস্পতিবার দায়সারা ভাবে সম্পূর্ণ হয়েছে ওই প্রশিক্ষণ। প্রশিক্ষণের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত পাওয়া যায় ৩০ জনকে।
বিআরডিবি ভূক্ত জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের ৩ দিনের আয় বর্ধক এই প্রশিক্ষনের সুফল সম্পর্কে জানতে চাইলে এফও আব্দুল ছামাদ জানান, এর উপকারিতা সম্পর্কে আমি কিছু জানি না। স্যার জানেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন আক্তারের অফিসে গেলে তিনি জানান, প্রশিক্ষনের উপকারিত প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জানুন। দ্বিতীয়বার জানতে চাইলে উনি বলেন, এ প্রশিক্ষনে গাভী পালনের জ্ঞান বৃদ্ধি পাবে। প্রশিক্ষনের ব্যয় ও প্রশিক্ষনার্থী সংখ্যা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এ হিসাব আমার কাছে নেই। জেলা কর্মকর্তা জানেন। পরে উনি কাজের অজুহাত দেখিয়ে অফিস থেকে বের হয়ে যান।