গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় “এসো আমরা গড়ি” সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও কম্পিউটার প্রশিক্ষণ ব্যাসিক বই বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় দৌলতদিয়া ইউপির ৮ নং যদু ফকির পাড়া এলাকায় অবস্থিত ১০ নং যদু মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। যদু মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “এসো আমরা গড়ি” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী সালাউদ্দিন তমাল। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সমাজকর্মী মো. মুনা মোল্লা, মো. কাইয়ুম মোল্লা, মো. সাঈদ মোল্লা, মো হাবিব শেখ, মো. সিদ্দিক ফকির, হাফেজ ইমদাদুল হক প্রমুখ।
সংগঠনের সভাপতি কাজী সালাউদ্দিন তমাল বলেন, “এসো আমরা গড়ি” একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আশা করি সংগঠনটি এধরনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান রাখবে। শিক্ষা উপকরণ বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের আশপাশ ও এলাকার খালি জায়গায় বিভিন্ন ফলস, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।