ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে শনিবার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রেজাউল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস, রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম।
অনুষ্ঠানের উদ্বোধনকালে নিশাত মজুমদার বলেন, রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মকান্ড এবং প্রকৃতি আমাকে দারুনভাবে স্পর্শ করেছে। আমাদের সকলেরই উচিৎ ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করা। একাগ্রতা, নিষ্ঠা আর লক্ষ্য থাকলে জীবনে সফল হওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার হক শিমুল। সঞ্চালনা করেন সৌরভ চক্রবর্তী।
দিনব্যাপী আয়োজনে জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া অভিভাবক সমাবেশ, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা মেটাতে দক্ষতার বিকাশ, কলেজ নির্বাচনে যত প্রশ্ন, ক্যারিয়ার নির্বাচন কৌশল ও বাস্তবায়ন, ক্যারিয়ার প্লানিং সামাজিক দৃষ্টিভঙ্গি বাস্তবতা ও করণীয়, পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা, সরকারি চাকুরি ও বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থা শীর্ষক মোট আটটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।